মালদা

জেলায় রক্ত সংকট মেটাতে মালদা শহরে হয়ে গেল রক্তদান শিবির

পৃথিবীতে জাতি অনেক, সেই জাতি অনুসারে ধর্মও অনেক। কিন্তু জাতি ও ধর্ম অনেক হলে কি হবে রক্ত কিন্তু এক। যার রং লাল। আর এই রক্তই এখন মালদা জেলার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন ধরে মালদা জেলায় দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। সেই সংকট মোকাবিলায় এগিয়ে এলো মালদা রামকৃষ্ণ মিশন ও ভারতীয় স্কাউট এন্ড গাইডস। এদিন তাদের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ স্কুল প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি সহ স্কাউট এন্ড সদস্যরা। স্বামীজি সহ এলাকার মানুষজন এদিনের এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্ত ভাবের রক্তদান করতে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে দেখা গেল বিভিন্ন ধরনের ব্যানার। সেই ব্যানারের মধ্যে বিভিন্ন ধরনের বার্তা জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন উদ্যোক্তারা। জানা য়ায়, এদিনের রক্তদান শিবিরে ৩০ থেকে ৪০ জন্য রক্তদাতা রক্তদান করেন বলে উদ্যোক্তা সূত্রে জানা যায়। রক্তদানের পাশাপাশি এদিন মিশনের স্বামীজি রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/MyPjXek0G-M